অহিংসা। 
সজন ব্যানার্জী ।
হিংসা তুমি করো না ভাই। হিংসাতে কোন লাভ নাই-
জীবনটা হিংসা চায় না। চায় অহিংসা।।
বড় বিচিত্র এইছোট্ট জীবনখানি-
হিংসাতে আনবে মানহানী।।
আলোতে হয় আলোকিত,অহিংসায় মন পুলকিত।
হিংসাতে ক্রোধ বাড়ায়। বুদ্ধি বাড়ায় অহিংসায়।
জন্মসূখী অহিংস ব্যক্তি। হিংসুককে করে ব্যঙ্গ,কটুক্তি।
মন থেকে হিংসা হলে দূর, তুমি হবে চিরসূখী।।
হিংসুক হবে বহুমূখী। অহিংসাই একমূখী।
হিংসা পুষে রাখলে, তুমি হবে চিরদূ:খী।।
একটি বার ভেবে দেখো, কবির কথা মিথ্যে নাকো।
তুমি আমার সঙ্গে থাকো,হিংসা রাখতে দিব নাতো।।
অহিংসাতে আনে পুন্য,আনে ধন।সূখী হয় চিরজন।
হিংসা তোমাকে করবে চূর্ন,বিচূর্ণ।
তোমার সূখের গোলাধন দূর হবে সব আপনজন।
তাইতো বলি করো পন।হিংসার হবে বিসর্জন।
অহিংসাতেই হবে সমাপন।।
.

Comments

Mother